Mentorship Competition for Innovation Bootcamp-2023

Mentorship Competition for Innovation Bootcamp-2023

Mentorship Competition for Innovation Bootcamp-2023

 

বাংলাদেশ সাক্ষী হতে চলেছে একটি অভিনব ইতিহাসের। সূচনা হতে যাচ্ছে উদ্ভাবনের এক নতুন দিগন্তের। শিশুদের মনের গহীনে লুকিয়ে থাকা রংবেরঙের কল্পনা থেকে তৈরী হবে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানকারী আকর্ষণীয় সব প্রোডাক্ট।    

শিশুর কল্পনাকে বাস্তবে পরিণত করতে তার প্রয়োজন একজন যোগ্য মেন্টর এর সঠিক দিকনির্দেশনা। আর সে সুযোগ করে দিতেই আমরা খুঁজছি দেশসেরা মেন্টরদের। 

আমাদের ওয়েবসাইটে স্কুলশিক্ষার্থীরা তাদের আইডিয়া প্রদান করবে এবং বৈচিত্র্যপূর্ণ সব আইডিয়া থেকে সেরা আইডিয়া গুলো বাছাই করা হবে। নির্বাচিত আইডিয়া প্রদানকারী শিক্ষার্থীরা আগামী ২৯ জানুয়ারি থেকে নাটোরে অনুষ্ঠিতব্য “ইনোভেশন বুটক্যাম্প” এ উপস্থিত হবেন এবং পাবেন দেশসেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মেন্টরদের কাছ থেকে সরাসরি শেখার সুবর্ণ সুযোগ।   

বৈচিত্র্যপূর্ণ এ শিখনমেলায় স্কুলের শিক্ষার্থীরা মেন্টরদের কাছে হাতেকলমে উদ্ভাবন এবং উদ্ভাবনের বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। তারা হয়ে উঠবেন উদ্ভাবনের উদ্দীপ্ত আলোয় উদ্ভাসিত।    

যুগান্তকারী এই বুটক্যাম্পে মেন্টর হিসেবে অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন, আপনার উদ্ভাবনী প্রকল্প জমা দিন এবং বাংলাদেশের উদ্ভাবন খাতে একটি অনন্য মাইলফলক স্থাপনে অংশ নিন ।  

অংশগ্রহণের যোগ্যতা:   

  • প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। 

  • নিজের তৈরী করা প্রজেক্ট/প্রোডাক্ট থাকতে হবে।  

 

অংশগ্রহণের নিয়মাবলীঃ   

  • প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। 

  • নিজের উদ্ভাবিত প্রজেক্ট কিংবা প্রোডাক্টের লিখিত বর্ণনা, ছবি, ভিডিও কিংবা লিংক আপলোড করতে হবে। 

  

নির্বাচিত ১০ জন মেন্টর পাবেন:   

  • ক্রেস্ট 

  • সনদপত্র 

  • "কাম্বাই ইনোভেশন বুটক্যাম্প"- এ মেন্টর হিসেবে অংশগ্রহণের সুযোগ। 

  • 'মেন্টরিং' বিষয়ে বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক পরামর্শদাতাদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্তির সুযোগ। 

  • বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের এবং Kambaii (CRID-USA) এর পার্টনার বিশ্ববিদ্যালয় সমূহের ল্যাব অ্যাক্সেস। 

  • Kambaii (CRID-USA) এ মেন্টর হিসেবে চাকুরীর সুযোগ। 

  • বুটক্যাম্পে শিশুদের মাধ্যমে নির্বাচিত মেন্টর পাবেন 'বেস্ট মেন্টর' পুরস্কার। 

  • বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যাবতীয় বাসস্থান এবং যাতায়াতের খরচ। 

  • যথাযোগ্য সম্মানী। 

Type: Competition

Format: Online

  • Place: Kambaii Website
  • Start Date : 01/01/2023 4:16 PM
  • End Date : 01/10/2023 4:17 PM