Short Description:
আমার খুব ইচ্ছা পুকুর বানদীর
Idea Details:
আমার খুব ইচ্ছা পুকুর বানদীর বা নদীর তলদেশ /নিচের দৃশ্য দেখার ।কিন্তুভয়ের কারণে কখনো তা সম্ভব হয় নি । তাই আমার মনে হয় মাছ মাছ ধরার ছিপ দিয়ে যেমন আমরা পুকুরে বা নদীতে মাছ ধরি তেমন ধরনের আকৃতি দ্বারা তৈরি ছিপের মধ্যে ক্যামেরার সাহায্যে আমরা পানিতে না নেমেই উপরে থেকে পানির নিচের সমস্ত দৃশ্য উপভোগ করতে পারি । এর মাধ্যমে শিশুরাও এই এই দৃশ্য দেখে আনন্দিত হবে ।
About Participant
-
Priticipant Type
Individual
-
Participant Name
sabrina hossen ira
-
School Name
bakhrabad gas adarsha bidyalaya
-
Group
Juniour,Others,7